আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অটোফেজি শব্দটি বহুল প্রচলিত। অটো এবং ফেজি দুই গ্রীক শব্দের সমন্বয়ে গঠিত অটোফেজি শব্দটির বাংলায় শাব্দিক অর্থ স্ব-ভক্ষন। সাধারণভাবে অটোফেজি হল ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ বাহ্যিক খাবারের অনুপস্থিতিতে একটি স্বয়ং-ক্রিয় শারীরিক প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজ থেকেই বিভিন্ন...